সিলেট সদর উপজেলায় 'সার সুপারিশ কার্ড ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ' বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় গবেষণাগার, সিলেটের তত্ত্বাবধানে 'সার সুপারিশ কার্ড ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ' বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ ও MSTL-সুরমা কর্তৃক মাটি পরীক্ষার ভিত্তিতে প্রস্তুতকৃত ৫০টি সার সুপারিশ কার্ড বিতরণ সিলেট সদর উপজেলা কৃষি অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় গবেষণাগার, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো: এনায়েৎ উল্লাহ। MSTL- সুরমার টিম লিডার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব হাসান আহম্মদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা কৃষি অফিসার জনাব অপূর্ব লাল সরকার, অতিরিক্ত কৃষি অফিসার জনাব মুক্তা সরকার।
সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ জনাব সালেহ আহমদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার, সিলেটে।
অনুষ্ঠানে সার সুপারিশ কার্ড ব্যবহারের উপর বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. তপন কুমার সাহা এবং ভেজাল সার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস