সুষম সার প্রয়োগ করলে ফলন বাড়ে, খরচ কমে, মাটির স্বাস্থ্য ভাল থাকে এবং ফসলে রোগ বালাই ও পোকার আক্রমন কম হয়।

 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগার সিলেট এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম  

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এসআরডিআই-এর কার্যাবলী
  • সারের গুণগতমান নিশ্চিৎকরণ এবং নীতি-নির্ধারকগণের সহায়তার জন্য অজৈব ও জৈব সার বিশ্লেষণ করা।
  • কৃষক ও অন্যান্য উপকারভোগীকে মৃত্তিকা, পানি, উদ্ভিদ ও সার বিশ্লেষণ সেবা এবং মৃত্তিকা নুমনা বিশ্লেষণের ফলাফল অনুসারে স্থানভিত্তিক ফসল চাষে সার সুপারিশমালা প্রদান।
  • মৃত্তিকা বিশ্লেষণের ফলাফল, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড কর্মসূচি এবং উপজেলা নির্দেশিকার মৃত্তিকা বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ফসল চাষে সার সুপারিশকরণ ইত্যাদি বিষয়ে মাঠ পর্যায়ের সম্প্রসারণকর্মীকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান।
  • বিভিন্ন উপকারভোগী প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প এলাকা এবং গবেষণা খামার-এর বিস্তারিত/আধা-বিস্তারিত মৃত্তিকা জরিপ সম্পন্নকরণ।
  • সেচ সুবিধাযুক্ত এলাকা ও ফসল উৎপাদন ক্ষমতা মূল্যায়নের জন্য মৃত্তিকা জরিপ কাজ করা।
  • সমস্যাক্লিষ্ট মৃত্তিকা (যথা- বিষাক্ত, লবণাক্ত, ক্ষারীয় বা পীট মাটি), মৃত্তিকা অবক্ষয় এবং মৃত্তিকা ক্ষয় (পানি বিভাজিকা এলাকা) এলাকা চিহ্নিতকরণ এবং তা দূরীকরণের পরিকল্পনা প্রণয়ন ও পানি বিভাজিকা ব্যবস্থাপনার জন্য মৃত্তিকা জরিপ করা।
  • বিভিন্ন জরিপের মাধ্যমে চিহ্নিত মৃত্তিকাসমূহের কোরিলেশন।
  • মাঠ পর্যবেক্ষণের ফলাফল যাচাই ও পরিস্কার করার লক্ষ্যে মৃত্তিকা, পানি ও উদ্ভিদ নমুনার রাসায়নিক বিশ্লেষণ করা।
  • দেশের মাটির শারীরিক, খণিজ এবং অণুজীব বিশ্লেষণ করা।
  • মৃত্তিকা ও ভূমি ব্যবহার জরিপের জন্য আকাশ ছবি, ল্যান্ড স্যাট ইমেজ এবং টপোগ্রাফিক মানচিত্র বিশ্লেষণ করা।
  • উপরোক্ত জরিপের ভিত্তিতে বিভিন্ন প্রকারের মানচিত্র ও প্রতিবেদন প্রস্তুত এবং মৃদ্রণ।
  • স্বল্প ও দীর্ঘ উভয় ধরনের কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন উপকারভোগী প্রতিষ্ঠানকে মৃত্তিকা, ভূমির সক্ষমতা ও ফসল উপযোগিতা বিষয়ক তথ্য সরবরাহমূলক সেবা প্রদান।
  • কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে উপকারভোগী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন।
  • উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ ও গবেষণা কর্মীকে মৃত্তিকা ও কৃষি উন্নয়ন সম্ভাবনা বিষয়ে সহজবোধ্য ও ব্যবহার বান্ধব নির্দেশিকা প্রণয়ন।
  • সেচ, নিষ্কাশন ও পুনরুদ্ধার বিষয়ক প্রকল্প পরিকল্পনার জন্য মৃত্তিকা তথ্য প্রদান।
  • নির্ধারিত গবেষণা/উন্নয়ন কাজের জন্য উপযুক্ত স্থান নির্বাচন।
  • মৃত্তিকা জরিপ, ভূমি ব্যবহার পরিকল্পনা, ফসল উৎপাদন সক্ষমতা ইত্রাদি বিষয়ে নতুনভাবে নিয়োগকৃত কারিগরি কর্মকর্তাগণকে চাকুরীকালীন প্রশিক্ষণ এবং হালনাগাদ তথ্য জ্ঞান বিষয়ে কারিগরি কর্মকর্তাগণকে অবহিত ও পরিচিতকরণের জন্য রিফ্রেসার্স প্রশিক্ষণ প্রদান।
  • মৃত্তিকা জরিপ তথ্যের সঠিক ব্যবহার বিষয়ে কৃষি সম্প্রসারণ ও গবেষণাকর্মীকে প্রশিক্ষণ প্রদান। বিভিন্ন কৃষি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীকে মৃত্তিকার বিভিন্ন মৌলিক বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ (সূত্রঃ গেজেট প্রকাশ- অক্টোবর ১৯৮৩)
  • গ্রামীণফোনের সিআইসি সেন্টার ও বাংলালিংক ফোনের  মাধ্যমে কৃষকের জমিতে ফসল চাষের জন্য সার সুপারিশ প্রদান।
  • ইন্টারনেটে অনলাইন সার সুপারিশ সেবা প্রদান। ওয়েবসাইটঃ www.frs-srdi.gov.bd
  • কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত মৃত্তিকা স্বাস্থ্য কার্ড কর্মসূচি প্রবর্তন ও বাস্তবায়নে সহায়তা প্রদান।
  • সারা দেশের মৃত্তিকা উর্বরতা এবং ভূমির উৎপাদন কার্যক্রম প্রতিনিয়ত পর্যবেক্ষণ কাজে সহায়তা প্রদান।
  • বিভিন্ন ফসলের সেচ চাহিদা নিরূপণের  জন্য গবেষণাগারে মৃত্তিকার আর্দ্রতা বৈশিষ্ঠ্য বিষয়ক গবেষণা করা
  • মৃত্তিকা উর্বরতা অবক্ষয় সমস্যা, ফসলের পুষ্টি উপাদানের সমস্যা, মৃত্তিকা রসের অভাব এবং ফসল উৎপাদনে বাঁধা ইত্যাদি বিষয়ে গবেষণাকরণ।